আলোর আশায় অন্ধকারে যাচ্ছি ডুবে সবে
অশ্রম্নভেজা বিনিদ্র চোখ রাত পোহাবে কবে?
সুখ—পাখিটি দেয় না ধরা দুখের কাছাকাছি
ভোরের আলো ছুঁয়ে দিব সেই আশাতে আছি।


একটু আলোর ছেঁায়া পেতে আশায় বুকটি বাঁধি
কোন আশাতে বিষাদ বীণায় বেদনার সুর সাধি?
এ জীবনের স্বপ্ন সাজাই জোছনাবিহীন চাঁদে
মাগো আমি আর কতকাল কাঁদব দুখের ফাঁদে?


জীবন যদি যায় ফুরিয়ে আশার প্রহর গুনে
অকারণে কী হবে আর স্বপ্নেরই জাল বুনে
সুখের স্বপ্ন খুবরে খেল দুঃখ নামের দত্যি
বিত্ত—বিহীন ব্যর্থ ভূবন এই কথাটি সত্যি।