ত্রিশ দিনে ত্রিশটি ফুরায় সকাল সাঝের বার্তা
কোন কিছু আনার মুরত নেই কিসের তুমি কর্তা
আজ এটা নেই কাল ওটা নেই খাও শুধু আলু ভর্তা
অভাব শ্রতে যাই হাড়িয়ে খাই চাপা কলের সর্তা।


অর্থের পিছে ছুটা ছুটি করে আজ আমি বড় ক্লান্ত
মনবল হারিয়ে বসে একা ভাবি এবার দিব খ্যান্ত
চতুর দিকের জ্বালা জাতনায় জীবন আজ দিকভ্রান্ত
নারীর টানে সংসার ঘ্রাণে আবার হয়ে যাই শান্ত।


নিজের দিকে ফিরে তাকানোর সময় হল না যে আর
সয়ংকে পচে সার করে রত সুখের ফুল ফুটাতে সবার
আসুক যত ঝর তুফান আর শত কষ্ট বক্ষে ধরে তার
সংসার ধর্মের কর্তব্য কর্মের বোঝা বড়ই ভার।