★আল্লাহর রহমত★
এম এ মাসুদ রানা

ছলছল জলধারা
তাকে বলে ঝরনা।
ভাদ্রের রৌদূরে
কখনো হয় তো বন্যা!

টলটলে অশ্রুতে
মুখভরা কপোল,
আঘাত পেলে আসে
দু"চোখে জল।

আদিষ্টরই  শীর
হয় গো ধীর!
পাপের প্রাচীরই
হইবে চৌচির!

ঘুচে দাও মুছে দাও
আঁধারের দাগ!
প্রাণবাঁশির মুছে যাক
হারনো যত রাগ!

দূর হবে জীবনের
সব কালো রাত!
আসবে ক্ষমার রাতি
আল্লার অশেষ রহমত।

রচনাকালঃ ২৫/০৪/২০১৯