---------আমি আমার মতো
         এম এ  মাসুদ  রানা

তোমাকে বলি,
তুমি অর্থশালী, অর্থ আছে তাই
তুমি বিত্তবান,  সম্পদ আছে তাই
তুমি শক্তিশালী, শক্তি আছে তাই  
তুমি ক্ষমতাশালী, ক্ষমতা আছে তাই।

তোমাকে বলি,
আমি অর্থহীন, অর্থ নেই তাই
আমি বিত্তহীন, সম্পদ নেই তাই
আমি নিরবল, গায়ে জোর নেই তাই
আমি অসহায়, আমিই নিরুপায়।

তোমাকে বলি
তুমি মতামত কিনতে এসো না
তুমি অর্থের লোভ দিয়ে ডেকো না
তুমি শক্তি প্রয়োগ করতে চেয়ো না
তুমি ক্ষমতা আমায় দেখাও না।

তোমাকে বলি,
আমি অর্থহীন, অর্থের নেই কোন লোভ
আমি বিত্তহীন, সম্পদের প্রতি নেই লোভ
আমি নিরবল, শক্তি দিয়ে পেতে চাই না ফল
আমি অসহায়,  করো উপর ভর করে পেতে চাই ঠাই।

তোমাকে বলি,
অহেতুক বিরক্ত করো না আমায়
অহেতুক লোভ দেখাইয়ো না আমায়
অহেতুক বল প্রয়োগ করো না আমায়
অহেতুক ক্ষমতা দেখাইয়ো না আমায়।

তোমাকে বলি,
আমাকে আমার মতো থাকতে দাও
আমাকে আমার মতো বাঁচতে দাও
আমাকে আমার মতো চলতে দাও
আমাকে আমার মতো বলতে দাও।