আমি মাসুদ
এম এ মাসুদ রানা


আমি মাসুদ,  
অথৈ সাগরে পরে সাঁতার কাটাতে শিখেছি,
ছোট বেলা থেকে হাজারো প্রশ্ন
আমার বুকের মাঝে আনাগোনা করতো।
কিন্তু, তার কোন উত্তর কোথাও খুঁজে পাইনি,
শেষ পর্যন্ত দূর আকাশের তাঁরাগুলোকে
আমার মনের  কথা বলি,
চোখ দু'টো আজো উত্তর খুঁজে ফিরে
বুকের ভিতরে অজস্র প্রশ্নের আগুনে
যে, জ্বলে সেই মাসুদ,


আমি মাসুদ,  
শরিফুল ও জমিলার আদরের মাসুদ
বালিয়াডাঙ্গীতে জন্ম আমার
৩৩ বছর পেরিয়ে গেল
এখনো সুখের চেহেরাটা দেখিনি।
সবসময় মনে হয় ধুলো পরা স্মৃতির মাঝে,
সুখ নামক অচীন পাখির দেখা পাই।
কিন্তু, আমি এতোটাই হারিয়ে গেছি যে,
আমার আতীত আমার বিপরীতে কাজ করছে।
যখন বয়স কম ছিলো আমার
পরিস্থিতির সাথে পাল্লা আমার ছিলো না।
শুধু মায়ের বলা, সেই মধুর কথাগুলো,
এখনো কানে বাঁজে।
আমার লক্ষহীন সময় ছিলো,
আমার জীবনের একমাত্র অবলম্বন।