আমি মাসুদ
এম এ মাসুদ রানা


আমি মাসুদ  
প্রতিটি পদক্ষেপে বঞ্চিত মাসুদ।
দ্বারে দ্বারে ঘুরে যে,
স্বপ্নে স্বপ্নের খোঁজ করে।
নিজের স্বপ্নে যে, নিজেকে
কখনো এদিক কখনো ওদিকে
বেসামাল খোঁজে বেড়ায়।
যে,
বঞ্চনার আগুনে জ্বলে সর্বত্রই।
তিরস্কারে তিরস্কৃত হয় বার বার,
আধারে যে,
দেখতে চাই আলো আবার।
অন্যের জন্য সুনিদ্রা হারিয়ে ফেলা,
মাসুদ।