ক্ষমা চাই
                       এম এ মাসুদ রানা
“””””””””””””””””””””””””””””””””””””””"""""""""''''''''''""""''''''""""""""""""
মনের অজান্তে কাউকে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চাই,
হতে পারে এমন দুর্ঘটনা আচার-আচরণ বা কথাই।
আমি মানুষ আমারও ভুল আছে, কেউ ভুলের উর্ধে নয়,
জ্ঞানীগুণী, মহামানব, পীর-দরবেশ ভুল করে নিশ্চয়ই ।


আমি তো কে এক তুচ্ছ মানুষ আমার জ্ঞানই কতটুকু,
নগন্য জ্ঞানের অধিকারী মানুষ সরিষা পরিমান যতটুকু।
মানুষ গর্বে ফেটে পড়ে, দেখায় কি দাপট, কি অহংকার?
ভুলে থাকে সৃষ্টি, ভুলে থাকে প্রভুকে, ভুলে থাকে শেষ বিচার।


ক্ষমা করে দাও হে স্বজন বন্ধু সখি নিরন্তর কাঁদে এ আঁখি,
করেছি কোন দোষে, মরছি পিষে নিদারুন ব্যথা ওঠে বুকে?
এই ব্যথার কারণে আজ আমি বেঁচে আছি ধুঁকেধুঁকে।
একদিন চলে যাবো, যে যার মতো সকল বন্ধন ছিঁড়ে,
তাকাতে পারবে না কেউ আর পিছু ফিরে-ফিরে,
স্বজন বন্ধু সখি সকলে রবে আপন-আপন নীড়ে।


হবে না দেখা খোলা-মেলা সেই দিন মরনের পরপারে,
কিঞ্চিৎ ব্যাথা যদি দিয়ে থাকি ধরণীর বুকে কোনো ছলে,
বুকে জমা রেখ না তুমি মন থেকে ক্ষমা করে দিও স্বজন বলে।
শুধরে নাও, ক্ষমা দাও, নয়লে মুক্তি পাব না কোন কালে।