______ আসেনি কোন সাড়া
---------- এম এ মাসুদ রানা


দক্ষিনা বাতাস এখনো বহে ঝিরি ঝিরি
বৃষ্টি আসে ঠিক আগের মতো শিরি শির।
ফুল ফোটে আজোও ভরা বসন্তে,
ভ্রমরের গুঞ্জন আসে কানে কানে
গাছে নতুন পাতা আসতে আপন মানে।


জ্যোৎস্না রাত্রী আসে তারা ভরা গগণে
কোকিল ডাকে না তো আর কোন বাগানে
ফুল ভরা বসন্তে আছে কি কোন মানে?
কোকিলের ডাক যদি না আসে কানে।


মেঘের ভীড়ে লুকিয়ে থাকে নীল আকাশ
উল্কা পিন্ড ছুটে চলে, উঠেছে কোন বাতাস
রাত্রী পেরুলে সূর্য জাগে, আগের মতো কাজ
পায় না তো কেউ আরও বসন্তের সাঁজ।


আসে তো এখনোও এলোমেলো আশ্বিনী ঝড়,
নিরাশার বিষম বেদনায় ছটপট কর।
যদিও মন খুজে প্রিয়া বলে বেদনার কাছে
চাওয়ার ব্যাকুলতা মনের মাঝে।


কেন তুমি চলে যাও আপন মনে দূর গগণে
ভাবতে পারো না'কি আমার ব্যাকুলতার মানে।
যেমন বসন্ত এসেছে কোকিল ছড়া
তেমনি তুমি দিয়েছিলে কল্পনায় নাড়া
তাইতো আসেনি তোমার কোন সাঁড়া।