বিপ্লব চাই
এম এ মাসুদ রানা


আমি দুর্বার আন্দোলন চাই,
আমি একটা বিপ্লব চাই,
সাতচল্লিশ, বায়ান্ন
কিংবা,
একাত্তর নয়।
নয় কোন মেঘে ঢাকা সূর্যের ন্যায়
হঠাৎ কিঞ্চিৎ আলোর মত।
আমি চাই চূড়ান্ত বিপ্লব
গণতন্ত্র মুক্তির
শহীদ জিয়া’র সেই বিপ্লবী রূপ।
যে বিপ্লবে,
মুছে গেছে বাঙ্গালীর সকল অন্ধকার  
অনাচার।
নারী পেয়েছে তার অধিকার
মজলুম পেয়েছে ন্যায় বিচার,
অন্ধকার পথে হাটতে গিয়ে
কোন তরুণী হয় না
পশুদের লালসার শিকার।