বর্ষবরণ
এম এ মাসুদ রানা

ঋতুরাজ বসন্তের বিদায় বেলায়
তুমি ওগো আসলে কোন হেলায়
প্রকৃতির নতুন রূপের, নতুন সাজ
সাজাবে নতুন করে তোমার ভূবন।

কিভাবে যে, করবো তোমায় বরণ?
সেই ভাবনার স্বাদ নিয়েছে আমার মন।
তোমাই বরণের জন্য, আমি হয়েছি বেকূল
তোমার জন্য চেয়ে আছি খায় মাঝে মধ্যে দুল।

যে হাতে চৈত্রের সাথে ঋতুরাজের দিয়েছি বিদায়
সে হাতে তোমাকে করিবো কেমনে বরণ
তোমাকে বারণ করতে এতো স্বাদ জাগে মনে
তোমাকে বরণ করতে হয়েছি বে কূল।

আমি যে, শুণ্য হাতে এসেছি তোমার পানে
তোমার আগমনে আমি করবো গমন,
নতুন কোন এক দিগন্তে,
যেখানে থাকবে না কোন বিস্বাদের স্বাদ
তাহলে তো হবে আমার বর্ষবরণ।

রচনাকালঃ ১৪/০৪/২০১৯