শহর
              এম এ মাসুদ রানা


নগরের নাগরিক, সভ্যতায় সভ্য সমাজ
দফায় দফায় কঠিন কাজ, বেরেছে আজ।
গনতন্ত্র , রাষ্ট্রযন্ত্র, চালায় কি এক ভিষণ যন্ত্রে
পুঁজিবাদ ও সহিংসতাও চলে কোন মন্ত্রে।
আমি এই নগরের নাগরিক, সভ্যতায় সভ্য,
গনতন্ত্রের নিয়ামক, পুঁজিবাদের নিশানা নিয়ে লিখবো গদ্য।
তাঁহারা কি করে জানবে আমাদের ক্ষুধার কথা?
জাত-পাত, ধর্ম,  মধ্যবিত্ত চর্চার বিষয় কথা বলে বৃথা।
হিংসা, বিদ্বেষ, অন্যায়, ব্যাভিচার, নির্যাতনে একাকার
গভীরে আমাদের বসবাস, ক্ষুধা আর তৃষ্ণার হাহাকার।
আকাশকুসুম লোভ লোভ দেখিয়ে সৃষ্টি করে তুলকালাম
চেয়ারের চাষাবাদের নেশায়, তাঁহারা হয় বেশামাল।
কখনো বেরিয়ে আসে বর্ণচোরা মূখ, লোভের দীর্ঘশ্বাস,
চকচকে চোখ, লকলকে জিহবা আর লালার স্রোত
ছায়াটাকেও সন্দেহের চোখে দেখে, বিশ্বাসে আছে  ক্রোধ।
খুন, ধর্ষণ, জ্বালাও, পোড়াও, অবরোধ আর হরতাল,
পদাশ্রিত হতেই হবে, এই নিয়ে হয় তাঁরা মাতাল
লোভের তারনায় তাঁহারা খুঁড়ে দেখে পাতাল।