দিশেহারা মন
এম এ  মাসুদ  রানা

পরন্ত  বিকেলে
মায়াবী চোখ
এলোমেলো চুল
আর  মুখে হাসি।

কি যে, মন চায়
আমি কি যে, করি
সেই তরে শুধু নড়ি
মন চায় ভালোবাসি।

অজানা দিগন্তে
অজানা প্রান্তে।
মন চাই শুধু জানতে
পারি না কিছু  মানতে ।

উদাসী মন করে গন্ গন্
অজানা শব্দ করে ঝনঝন
কীটপতঙ্গ করে ভনভন
সাহসে হয়েছি টনটন।

কিছু খুঁজার তরে
রয়েছি তো পরে
তবুও নাহি কেন নড়ে
তাহলে কি যাবো ঝরে।

অযাচিত অশোভনে
কোন কিছুর লোভনে
তার কিছু শ্রবণে
আছি কোন এক ভবনে।