_______ ফুল
____ এম এ মাসুদ রানা


ফুল ফুটেছে চাঁদ উঠেছে
সৌরভ ছড়ায় সব জায়গায়
মুগ্ধ হয়েছে সবে ফুলের ঘ্রাণে।


যা কিছু ছিলো
সবি দিয়েছে ছড়িয়ে
ফোটানোর বেলাতে।


এভাবেই চাই দেখতে সবে
ঝরে যেতে দিতে চাই না কভু
সবি দিয়ে আরো যে চাই
ছন্দে ছন্দে, তালে তালে।


যেদিন,
আর আসবো না ফিরে
তোমাদের মাঝে, চলে গেলে
সেদিন খোজবে সবাই
পাবে নাতো কেউ!


মালা হয়ে থাকবে গোলায়
থাকবে না কোন তার ঘ্রাণ
মিলে যাবে সব ঘ্রাণ প্রকৃতির নিয়মে
পরে রবে ধূলীর মাঝে প্রয়োজনে বেশ
ধূলো পথে ধুলোবালি দিয়ে হবে শেষ।


রচনাকালঃ ১০/০৪/২০২১