ইনসাফ  
এম এ মাসুদ রানা


মাগো তুমি বিচার করো,
এই খুনিদের বিচার করো,
বিচার করো মা তাড়াতাড়ি।
দেখ না মা চক্ষু মেলে
কে হলো সে, কোথায় বাড়ি।


ন্যায় কানুনে বিচার করো
মনটা তোমার মা শক্ত করো
তোমার বিচার দেখুক বিশ্ববাসী
বাংলার বুকে হয় যেন তাদের ফাঁসি
সুবিচার হলে ঝরবে দেশে চাঁদের হাসি।


মাগো তুমি রাখবে কথা
বুঝিয়ে দিবে তোমার মর্মব্যথা।
দেশবাসীর মিটাও জ্বালা
ঐ খুনিদের বিচার করো।