কালবৈশাখী
এম এ মাসুদ রানা

এক বৈশাখে নদীর বাঁকে
চৌরাস্তা বাজারে,
দলে দলে কোলাহলে
যেই না সবাই ঘাটে।

আকাশ  কালো বজ্র আলো
উল্থাল জমিন পর,
এমনি হলো এলোমেলো
কালবৈশাখী ঝড়।

হাওয়ার তোরে সবই ওড়ে
লন্ডভন্ড হলো বালিয়াডাঙ্গী,
ঝড়ের সাথে বৃষ্টি নামে
যায় ভেঙ্গে গাছ-পালা ও বাড়ি।

তৃপ্ত হাওয়ায় দগ্ধ দেহে
শীতল পরশ মনে,
বৈশাখ এলে কালবৈশাখী
ভাবায় ক্ষণে  ক্ষণে।

প্রকাশকালঃ ২২/০৫/২০২১