মানব ভেলা
এম এ মাসুদ রানা

দুঃখ নিয়ে ভাসালাম তরী
পরাণ বাঁধা ঘাটে,
ক্ষণিক বেলা এলো ঘনিয়ে
সুরুজ ডুবার পাটে।

কতো মানুষ এলো গেলো
কে রাখে কার খোঁজে,
ঐসব হিসাব নেই কারো
নিজেকে নিয়ে বোঝে।

ঊর্ধ্ব গতি আর নিম্ন গতি
গতির বড্ড জ্বালা,
গতির ফাঁকে যাচ্ছে পিষে
আজব মানব ভেলা।