______  মানুষ  
    এম এ মাসুদ রানা


            মানুষের মন
           জীবনের রঙ
         কখনো করে ডং
        কখনো সাজে সঙ
      বাজতে থাকে ঝনঝন
   কথার আওয়াজও টনটন
চৌদিকে ঘুরে আবার ভনভন
চিরচেনা জগতেও হয় ফনফন
বাঁচার তারনায় কখনো বদলায়
   সুবিধার তরে বলে হাই হাই
    স্বার্থের তরে কেউ নাই নাই
      বলে আমি তো নিরবধি
       আসলে সে আগন্তুক
         থাকবে কি যুগ যুগ
           কখনো হাঁসায়
           কখনো কাঁদায়।


রচনাকালঃ ২৪/০৭/২০২১