_______ মধ্যবিত্ত
____ এম এ মাসুদ রানা


আমি মধ্যবিত্ত,
নেই মোর জমানো কোন অর্থ
অর্থের কাছে হয় বারে বার ব্যর্থ।
পেটে আছে ভিষণ ক্ষুধা
ছটপট করতেছে এই জান
বেরিয়ে যাবে বুঝি মোর প্রাণ
মোদের নিয়ে করবে না আর ফান।


আমি মধ্যবিত্ত,
পাততে পারি না তো এই হাত
ক্ষুধার জ্বালায় হয়েছি কাত
জীবনে ধরেছে ভিষণ ভাজ
হাত পাতলে আসে মোর লাজ
চলে যাবে তো মোর জাত।


আমি মধ্যবিত্ত,
কি করবো আজ হায়?
সময় এসেছে সম্মান বলে যায়-যায়
উচ্চবিত্তরা চালায় সমাজে খাই খাই
মধ্যবিত্তকে দেখলেই বলে নাই নাই।


আমি মধ্যবিত্ত,
সমাজে সম্মান বাঁচাতে করি অভিনয়
এই জ্বালা নিয়ে তিলে তিলে জীবন ক্ষয়
এরই ফলে হরদমে মৃত্যুকে করছি জয়।
আবার এখন মৃত্যুকে করি চরম ভয়।
মোদের তরে সমাজপতিরা হয় না সদয়
সম্মান বাঁচাতে মধ্যবিত্ত তিলে তিলে ক্ষয়।