নেশায় যুবক  
এম এ মাসুদ রানা


বেকার যুবক যারা হয়ে দিশাহারা
ধুমপান বিষপান মানে না তো ওরা।


পথে ঘাটে ঘুরে ভাবে না জীবনের তরে,
মদ, গাজা, খেয়ে ওরা মাতলামি করে।


চোখ দু'টো গাঢ় লাল নেশায় বিলিন
পথে-ঘাটে ঘুরে ওরা খাই হিরোইন।


মন ভাঙ্গা যুবকের বল নাই কিঞ্চিত
বাবা,ডাইল খেয়ে তারা থাকে নিশ্চিত।


আর কত এই দেশে নেশা করবে বিস্তার
ঘুঘখোর, চাঁদাবাজ পেয়ে যাবে নিস্তার।


নাইট ক্লাব ক্যাসিনো খুলে দেয় সরকার
এর ফলে যুব সমাজ হয়ে যায় ছাড়খার।


বেকার জীবনখানি করতেছে ছাড়খার
নেশা নিয়ে করতেছে রাত-দিন পারাপার।


আসবে না"কি তাদের যৌবনের বাণ
সংসার জীবনে পাবে না'কি তারা পরিত্রাণ।