নিরাশার আশা
এম এ মাসুদ রানা


শরতের জ্যোৎস্না ভেজা হাসী
তারা জ্বলা প্রদীপের নিশি।
গানে ছন্দে ভেসে যাওয়া
তোমার কথার প্রতিটি ফুলকলি।


হারিয়ে ফেলেছি সব কবিমনা ভাব
এঁকেছিলাম মনের ভীতরে যে, ছাপ।
জীবন কাহিনীর পাতা, রয়েছে শুধু ফাঁকা,
ভরে গেছে নিশ্চুপ কারুকাজের খাতা।


শূন্য আকাশে ছড়িয়েছে যে, বিশালতায়
সুখ নেই তাতে বর্নহীন ধূষরে মেঘমালা
পুরনো স্মৃতিগুলো মনে দেয় শুধু জ্বালা।
হারিয়ে ফেলেছি জীবনের প্রাপ্তির বাসনা
প্রতিক্ষার ক্ষণে ক্ষণে জাগে না কোন কামনা।


রচনাকালঃ ১৪/০৯/২০১৯