_______নিঃসঙ্গতা______
____এম এ মাসুদ রানা_____


আমার নিঃসঙ্গতা হঠাৎ আসে
আবার কেমন দিনে,
ভেবে পাই না ইহার কি কারন?


আমায় জানান দিয়ে গেলো,
আমায় একা করে দিলো
দেহটার বল কেড়ে নিলো।


এই আমি আসলে কতটা নিঃসঙ্গ
কেমনে জানিবো,  
কে জানাবে আমায়?


এই ভয়াবহ সত্যটা এড়ানোর জন্য
আমি থাকতে চাই দলবদ্ধ।
কে নিবে আমায় দলে,রাখবে সনে?


ভাবে অংশ গ্রহনের প্রয়াস গুলো
যে আসলে ভয়াবহ রকমের মেকী তা
জানার অবকাশ নেই আমার।


সত্যিই সীমাবদ্ধতার বাহিরে ছিল
এখনো আছি, থাকবো কত কাল
বিধাতার নিঠুর খেলায়,  চিরকাল।


না এর জন্য আমি দুঃখিত নই
সংক্ষিত নয়,  নিরাশও নয়।
হতাশও নই, আমি শুধুই নিঃসঙ্গ।