নিষ্কৃতি
   এম এ  মাসুদ  রানা


সরল ভাবে, সহজ বিষয়
যায় না বলা, ক্ষণে ক্ষণে!
অনেক ক্ষণে, অকপট বিষয়
বোধের ভুলে, দুর্বোধ্যও হয়!
সুবোধ্য ব্যাপার, বন্ধুর করে
অনেকে তো, নেয় না ঋজুতে!
শুরু করে, কলঙ্ক খোঁজা
সহজ করে, হয় না যাচা।
উদ্বেগ যতই আসে এই মগজে,
যাই কি লেখা খুব সহজে?
অনেকে আবার বলেই ফেলে
ভাবের আবেগ দিয়ে বলে চলে।
না হয় যদিও দোষ, তত্ত্বজ্ঞানের কাছে
তবুও কী ভাই নিষ্কৃতি আছে।