নফস
এম এ মাসুদ রানা


নফস যখন হয় আত্মহারা
মানে হয়ে যায় স্বেচ্ছাচারী!
কর্মটা হয়  যায় ভীষণ খারাপ
সমাজ হয়ে যায়  অস্ত্রধারী!
দেশে চলে ঘুষের কারবারি
দফায় দফায় চলে শুধু মারামারি।


নফস যখন হয় লাগাম ছাড়া
মানে ভুলে জ্বলছে তারা।
কর্মের ফল হয় তখনি দিশেহারা
অর্থের নিয়ে ভেবে মরছে ওরা।
ফুসরতে থাকলে দেয় যে সাড়া
ব্যস্ত হলে কোন কাজে দয় না নাড়া।


নফস থাকে লুকিয়ে তাদের
সঠিক ফল কি দেবে মোদের?
তাদের কাজে জয়ী হলে
প্রশান্তি আর তৃপ্তি তার ফলে।
প্রভুর প্রতি কোন নয় ভয়,
কথায় কথায় ওয়াদা কয়।
মনে আসে না মৃত্যুর ভয়,
করছে না তার নফস জয়।