পারিনি ভুলে যেতে
            এম এ মাসুদ রানা


        দক্ষিনা বাতাস ঝিরি ঝিরি বহে
        ফুল ফোটে  ভরা বসন্তে
        ভ্রমরের গুঞ্জন আসে কানে।


       জ্যোৎস্না রাত্রীতে তারা ভরে
        মেঘের ভীড়ে লুকিয়ে রয়
        উল্কা পিন্ড ছুটে সাগর বুকে।


        রাত্রী পেরুলে সূর্য জাগে
        আশ্বিনী ঝড়ে কেদে মরে
        হতাশা এখনো চিৎকার করে।


        মন খুজে প্রিয় মানুষটিকে
        চাওয়ার ব্যাকুলতার মাঝে
        সে চলে যায় দূরাকাশে।


        আজো কিছু ভাবি কল্পনায়
        প্রিয় মানুষটিকে ছাড়া
        আজো পারিনি ভূলে যেতে।