পৃথিবীটা অনেক কষ্টকর
এম এ মাসুদ রানা


এই সুশীতল ধরায়, কে আপন
আর, কে পর,
এটা বুঝা অনেকটাই কষ্টকর।


এই ধরনী তলে একে অপরের
সাথে বাঁধে স্বার্থের ঘর,
স্বার্থ শেষে  হয় যায় স্বার্থপর।


এই স্বার্থের আঘাতে সরলতার
গভীরে হয় কিছু হরণ,
বিনা মাটিতে বিশ্বাসের হয় কবর।


এরপর, কর্মক্ষেত্রে এই সরল মন
রাখতে পারে না আস্থা,
দোষারোপ করবো সবে জনে জন।


চরম বাস্তবতার ধরনীর তলে
রয়েছে আবেগের ছলে,
বিবেক পরেছে আবেগের কবলে।