প্রতিবাদ
মোঃ মাসুদ রানা


অসৎ জনের সাধ্য নেই
সৎ জনেরে রোধ করে
প্রহার ও প্রহসনে।


যেভাবে করেছে কত জনে
এসে  তুমি, দাঁড়ালে যখন
শরীরের বস্ত্র ছেড়ে আগুন জ্বলে
লোম শিউরে উঠে গায়ে।


নিরবে দাড়িয়ে থাকে
হরদম দাড়িয়ে থাকবে,
সৎ জন তো ঘাতে প্রতিঘাত করে না
ধৈর্য্য ধরে সহ্য করে, অসতের ঘাত।


সেই সুযোগে এমন কিছু করে ফেলে
ধৈর্য্যশীলরে এমন করে আঘাত করে,
ধৈর্য্য ফেলে হারিয়ে মাথা তোলে সামনে
তখনি শুরু হয় প্রতিবাদ, প্রতিবাদ।