__শেষ শয্যার শরীর
_ এম এ মাসুদ  রানা


বিদ্যুতেরও সাধ্য নেই
রুদ্ধ করে রক্তের প্রবাহ,
যেভাবে রাতের ঘরে
এলে তুমি, আমার কাছাকাছি,
শরীরের বস্ত্র ছেড়ে হাত নেড়ে
অগুছালো চুল, বাগিচায় ফুল  
যখন উধাও, লজ্জার সকল শীল,
মরে যাই আমি যে তখনি!


উতাল সমুদ্র দেখে ছুটে
এক জাহাজের নাবিক।
ধ্রুবতারার লক্ষ্যহারা,
কম্পাসের কাঁটাও বিকল
কখন যে, হয় তার
হাহাকার, কীভাবে যে বাঁচি?
চারদিকে বাঁজে, মৃত্যুর বাজে
মায়াবতীর সুরে হয় তো কাজ।


সেই সময়ে,
আমি একান্ত বাসরে
নতজানু ক্রমে ক্রমে হই।
নিশ্চিত  মৃত্যুর দেখা পেয়েও
সমুদ্র তখন থাকে ফেঁপে
থাকি রতির চাদরে কেঁপে।
হর্ষের বদ্বীপের প্রমুখে
প্রাণপণে চলি দাঁড় বেয়ে।


তোমার সম্মত দেহে
আমি সারারাত থাকি চেয়ে।
শেষ শয্যার শরীর ভেঙে
রতিপথ ধরে স্বর্গগামী ।


রচনাকাল ২/০৬/২০২০