সচেতনতা ও সহানুভূতির অভাব
এম এ মাসুদ রানা


বিলাসীতা যখন হয়েছে প্রধান কাজ
হৃদয়ে বাজে সাঁজ সজ্জার বাজ,
উপদেশে দিয়ে আসেনা কোন লাভে
হৃদয়ে সৃষ্টি করতে হবে সচেতনতার সাঁজ।


কথায় কথায় সবকিছু বন্ধের বাজনা বাজে
টেলিভিশনের পর্দায় সচেতনতার ছন্দ ভাসে।
ক্ষুধার্ত পেটে এইসবে কি যায় আর আসে?
প্রিয়জন, স্বজন মোদের দেখে বলে নাই নাই।


নিদারুন কষ্টে নিদ্রা নাহি চোখে আসে
করুণ দৃশ্য বিত্তবানদের চোখে নাহি ভাসে।
কেউ রাখে না কারো কোন খোঁজ,
সাজাই প্রতিনিয়ত নানা আয়োজনের ভোজ,
তবুও নেওয়া হয়নি অনাহারী স্বজনের খোঁজ।


এমন অবস্থায় মার্কেটে যাই বলো কারা?
মার্কেটে আসে কি করোনা ভাইরাস ছাড়া?
অবাদে দিচ্ছে না'কি মৃত্যুকে সাড়া?
বাংলায় দিচ্ছে না'কি  সর্বনাশে নাড়া?

অবশেষে যেন দেখতে না হয় বাড়ি বাড়ি
সাঁজানো লক্ষ লক্ষ আছে লাশ সারি সারি!
শুনতে হবে স্বজন হারার আহাজারি
লাশকে নিয়ে কেউ করবে না নাড়ানাড়ি
এই দূর্দশা আসবে মনে হয় বাড়ি বাড়ি।


এখনো সময় আছে সচেতন হয় তারাতাড়ি
সচেতনতার কথা বলো বাড়ি বাড়ি।
প্রচার করো সবাই মিলে হারাহারি
বদ চিন্তা ছাড়ো নাড়ানাড়ি
হুশিয়ার হয়, সবাই  কুচিন্তা ছাড়ি।


রচনাকাল ১৭/০৫/২০২০