সময় শেষ হবে একদিন
এম এ মাসুদ রানা


মিনারে মুয়াজ্জিন দিয়েছে আযান,
পক্ষীকূল জেগেছে হয়েছে সজাগ।
ভোর বিহানে ছুটছো কারণে অকারণে,
প্রতিনিয়ত একই নিয়মে চলে দিবস রাত।
আর কতো ঘুমিয়ে  পার করাবি  রাত
একদিন সব লয় হবে প্রাণ যাবে চলে।
পরপারে থাকবে না দুনিয়াবি সম্পদ
বিবেচনা করবে না কোন আপদ বিপদ।
সময় হাতছানি দেয় বেলা শেষের আগে
নিঃশ্বাস একদিন শেষ হবে সময় ডাকে।
যেমনি নিশি হয় ভোর, খুলে সবাই দোর
রজনী আটকাতে পারে না কোন ডোর।
জন্ম হলে মরতে হবে সকলের জানা
সময়ের শুরু আছে শেষ হবে কেন মানা।