___শ্রমিকের গান____
__এম এ মাসুদ রানা__


লেনিন আর লেনিহান
ধর্মতলা আর আগরতলা।
মে দিনের গান,
কলাতী আর সলোমনের মা
ফুল ও বসন্ত,
সুভাষের বিরুদ্ধে সুভাষ।
আর তারপর
বেলভিউ নার্সিংহোম
এবং শেষশয্যায় শায়িত
আছে শত শ্রমিকের শ্রম।


পথিকের পা থামে করুন
সুর বাজে যেন,
পা চালানোর কথা থেকে যায়।
ইতিহাস তো লেখা আছে
কতই মানুষের কথা।
বেশি করে লেখা হলো না
আমার ক্ষুদ্র শ্রমিকের কথা।


রচনাকাল ২৯/০৪/২০১৮