সঠিক ব্যবহার
এম এ মাসুদ রানা


ঠান্ডায় পেয়েছো গরম আয়েশে
ছেড়ে যেতে চাওনা ঘরে
প্রাণ যখন চলে যাবে অচিন দেশে
রবে তখন কবরে পরে।


আয়েশী জীবন করছো উপভোগ
ধর্মকর্ম দিয়েছো বাদ
একদিন রঙ্গিন জীবন সাঙ্গ হবে
হবে যে সবে বরবাদ।


নেতৃত্ব চাও, হয়েছো অনেক বড়
ভাব বড় নিজে নিজেকে
সঠিক ব্যবহার করতে না পারলে
দিবে কি জবাব বিধাতাকে।


সম্পদ  সম্পদশালী হওয়ার তরে
আর্জন করেছো নিশ্চয়ই
সম্পদ ব্যবহারের বিধাতা বিধান
রেখে দিয়েছে অবশ্যই।