শঠতার জিন্দেগী  
এম এ মাসুদ রানা


অহংকারে ওঠে নাতো
প্রতিবাদীর প্রতিবাদী ঝড়।
জং ধরেছে ঈমানের ঘরে
গোড়া করছে নড়বড়।


সচেতন সমাজে আজ
হচ্ছে মরণের শিকার।
লাঞ্ছনা আর বঞ্চনাকে
সম্মুখে করছে বরণ।


কলমের ডগা ফেটে কাঁদে
নিরব নিথর হয়ে।
অভিসাপ পুষে রাখেছে
গোপনে বুকের ভিতর।


অপমানে কাঁপে নাতো
কারো পবিত্র মন।
শঠতার জীন্দেগী আজ
করেছি সাদরে গ্রহণ।