--------- থাম ---------
এম এ মাসুদ রানা


সবকিছু হয়েছে বন্ধ
কোথাও যেতে মানা
কচাচিৎ হচ্ছে দ্বন্দ্ব।


আজ অন্ধ সমজে বদ্ধ
বাতাসে ভাসে আসা
পঁচা লাশের বিকট গন্ধ।


চোখ দ্বয় কেমনে মেলিস
সভ্যতা হারিয়ে স্বভাব
অকারনে জল ফেলিস।


দেখ ওরাও আজ কাঁদে
সতিত্ব হয়েছে তাদের লুটে
ধর্ষক আছে নেতার ছাদে।


শান্তি আছে কারো মনে
ভন্ডরা এখন বলে সবে
বিধাতার আছে ভুলগুনে।


গর্ব করে ওরাই অনেক
অর্জন থেকে পায় বেশি
অযোগ্য বটে আবার ধমক।


মেধা, সর্বশক্তিমানের দান
সৎ কর্মের মাঝে বজায়
রাখতে মেধাশক্তির মান।