তোমার অতলে
এম এ মাসুদ রানা


গভীর রাতে নেমেছে পরীরা আজ,
জোছনার আলোয় হচ্ছে তাদের কাজ।
রুপালী নদীর বুকে রয়েছে তারা শুকে
নিটোলে উঠেছো কিসের তরে ঝুঁকে।


সজল নয়নে চকিত ছলছলা পানি,
বিলাসী অহংকারেও দিয়েছে হাতছানি।
ঠোঁটের ভাঁজে অগ্নি জোছনার রূপ
ডাকিতেছে নীরব প্রণয়ের ধুপ।


ছুঁয়ে দেবো আশাতীত ভালবাসার ছাপ,
আমার হবে বলে ধরবে, এই হাত।
খুঁজে নেই অনন্ত মধু মাস পশুরা খায় ঘাস
তখুনি মনে হয় তোমার অতলে হল বাস।