_____ তুই ফিরে আসো
_____ এম এ  মাসুদ রানা


আমি আজো খুঁজিতেছি তোমাকে,
তুমি ছিলে যেখানে।
আমি আজো থাকি সেখানে,
তুমি ছিলে যেখানে।


অন্যের হয়ে গেয়েছো ভাবিনি কখনো
আছে তো সবকিছুই সাজানো।
এমন কেন করলে করে তুমি গোপনে?
অকারণে এসেছিলে স্বপ্নে।


আমি আজোও ঘুরি ফিরি,
খুঁজে জীবনের মানে।
জীবন যে অর্থের কাছে বন্দি,
সবাই কি তা জানে?
স্বপ্নের স্বপ্নে এসেছিলে একটা ফানে,
অযথাই খুঁজতে হচ্ছে এখন তার মানে।


অকারণে এসেছিলে স্বপ্নে স্বপ্নের সনে
হাত ধরে আছে তো তোমার অন্য জনে।
নতুন ভূবণ সাঁজাবে বলে কথা হয় দু'জনে
আমার কথা আসেনি তাই তোমার মনে।


আমি আজো বসে আছি নিরিবিলি উচ্ছাস
প্রহরে প্রহর গুণি তোমাকে পাবার স্বাদ
যদিও জানি হবে না এতে কোন লাভ
তবুও থাকে না'তো আমার কোন লাজ।


তোমাকে ভালোবেসে পথেঘাটে হলো বাসা
অর্থের বিনিময়ে এখন ভালবাসা চাস।
অর্থ ছাড়া ব্যর্থ জীবনে হয়েছি নিরাশ
এখনো বলি আশাত্তুর জীবনে ফিরে আস।