_______  ভিন্ন সাঁজে
___ এম এ মাসুদ রানা


          আমি আমার মতো করে,
       আজ সেঁজেছি অনুপম সাঁজে
   আমার কাছে ভীষণ দামী পোশাকে
মনের মাঝে লেগেছে এক বিশেষ অনুভুতি।


     কতো জনেই তো কতভাবে সাঁজে
      নিত্য নতুন ভিন্ন রঙের পোশাকে।
যেভাবে মানায় তাঁকে তাঁর মনের মতো করে
সেই সাঁজে থাকেনা তো কারো কোন বাঁধা।


  তাই আমিও আজ সবার মাঝে সেঁজেছি
         এক ভীষণ রঙে ভিন্ন সাঁজে।
     আমিও চাইনি সাঁজতে ইচ্ছে করে
আমার সাঁজানোর পিছনে আছে কিছু না কিছু।


    যেমন কেউ সাঁজেনা ইচ্ছে করে
      তবুও সাঁজে নিত্য নতুন রূপে।
        আমি সেঁজেছি ভীষণ ভাবে
        কোন কিছু না কিছু কারণে।


    কষ্ঠের মাঝে সাঁজে তো সবাই
       তাঁদের মনের মতো করে।
    আমারও অনেক কষ্টের মাঝে
  সেঁজেছি আপন মনের মতো ক‍রে।


সবার মাঝে আমি নাই বা হলাম ভীষণ দামী
       কিন্তু সেঁজেছি যে এক ভিন্ন সাঁজে,
        কোন কো এক কারণে অকারণে।


রচনাকাল ২৪/০২/২০১৯