গাঢ় নীল আকাশ,
সোনা ঝরা রোদ,
শিমুলের তুলোর মতো ভেসে চলা সাদা মেঘের ভেলা।
নদীর ধারে মৃদু মন্দ বাতাসে
দোল খাওয়া সাদা সাদা কাশফুল,
সাদা বক, পাখ-পাখালি দলের সারি সারি মেলা।


আকাশের উজ্জ্বল নীলিমা,
বাঁশঝাড়ে ডাকে কালো ডাহুক,
পুকুর পাড়ে তাল নারিকেল গাছে বসে থাকা শিকারী মাছরাঙা।
বাতাসে ছোট ঢেউ তুলে নদীতে,
পাল তুলে চলে নৌকা,
মোহনীয় চাঁদনী রাত, মায়াবী রূপ আঁধারের বুকে উড়ে বেড়ানো জোনাকীর আলো রাঙা।


চারদিকে বহে যাওয়া মৃদুমন্দ বায়ু,
শিউলী কামিনী হাসনাহেনা,
ফুলের গন্ধে মাখামাখি মিষ্টি বাতাস, প্রকৃতির মাঝে বৃষ্টির ফোঁটা।
দিগন্তজুড়ে সাতরঙা হাসি,
ফুটে ওঠা নীলকমলিনী রংধনু
প্রভাতের শীতল উষ্ণতা, কিচিরমিচির শব্দে ঘুম ভাঙানো ভোরে ওঠা।


হে শরৎ,
এ দৃশ্য শুধু তোমারই।
তুমিই শুভ্রতার ঋতু I
তুমিই মোহনীয় ঋতু।
তুমিই ঋতুর রানী।