আমিই বাংলাদেশ,
ডাক নাম লজ্জা, আমিই হত্যাকাণ্ড,
দেহে বিবেকের মৃত্যু।


আমি বিশ্বজিত,
আমি নাদিয়া, আমি তনু, আমি রাজন।
শোভাযাত্রায় আমার আহাজারি সারাক্ষণ।


আমি ব্যর্থ পুত্র,
প্রশ্নপত্র না পাওয়া হত দরিদ্র ছাত্র,
ছেলের মুখে খাবার তোলার মত নেই পাত্র।


আমি বাংলার স্বাধীন মুখ,
কাঠের বাক্স লাল সবুজের কফিন,
পিলখানার হত্যাকাণ্ডের আঁধারে দাফন।


আমি অমিমাংশিত নির্বাচন,
স্বাধীন হয়েও পরাধীন জনগন,
আমি বিশ্বব্যাপী খ্যাতনামা 'নিরাপরাধ' ট্রাইবুনাল।


আমি বিখ্যাত শেয়ার বাজার,
ডেসটিনি, হলমার্ক, রিজার্ভ চুরি,
নিমিষেই নিজের মতামত অদলবদল করতে পারি।


আমি গার্মেন্টসকর্মী,
চলন্ত বাসে ধর্ষিতা মাজেদা,
বিচারে অবিচারে দেওয়া মিথ্যা ওয়াদা।


আমি পুত্রের সম্মুখে ধর্ষিতা মা,
দ্বারে দ্বারে দ্বারস্থ নগ্ন প্রতিমা,
আইন আদালত পত্রিকায় প্রথম শিরোনাম।


আমি চূর্ণবিচূর্ণ খন্ডিত ধর্ষিতা বোন,
পাশ কাটিয়ে চলে যাওয়া স্বজন,
ভিডিও, ছবিতে নেট দুনিয়ায় ভাইরাল আপনজন


আমি গুলিতে গুলিবিদ্ধ সৌরভ,
গুম হওয়া সন্তানের খোঁজে মায়ের ব্যথায় ডুব,
রানা প্লাজার নিখোঁজ লাশের ধ্বংস স্তূপ।


আমি নির্মিত ভবনে লোহার বদলে বাশঁ,
তাজরীন অগ্নিকান্ডে অসহায় কর্মচারীর শ্বাস,
নেতা নেত্রীদের গলা ডুবানো শত শত আশ্বাস।


আমি পদ্মার লঞ্চ ডুবি,
ভবনের নিচে গলিত লাশের গন্ধ ভূমি,
লুকিয়ে রাখা মিথ্যের আড়ালে সততা সত্য ভন্ডামী।


আমি জন্মতেই গুলিবিদ্ধ নবজাতক,
শাপলা চত্বরের নির্মম গনহত্যার দর্শক,
ক্ষমতার বেড়াজালে এগিয়ে আসা আগন্তুক।


আমি শীতলক্ষ্যায় সাত খুন,
কাঁটাতারে ঝুলন্ত ফেলানি নওজোয়ান,
১৬ কোটি মানুষের ফেসবুকের ওয়ালে ঝুলে নিচ্ছি আসন।


এইতো আমি বাংলাদেশ ,
বিশ্বব্যাপী স্বাধীন দেশ,
৩০ লাখ শহীদের রক্তের বিনময়ে অর্জিত বাংলাদেশ।