ওরে আয়! ওরে আয়রে সকল,
বিষাদ ধবল, করিব বিনাশ বক্ষে জড়ায়ে,
আসিলে কুঠিরে করিবো বরন খুশবু ছড়ায়ে।
সবার তরে দাওয়াত রইলো এসো বন্ধু সাদরে।
তোর  সিক্ত অক্ষি মুছে দেবো আজ আদরে।
আয়রে  ডাকি ,কুর্মা পোলাও রাধিয়া রাখি,
ক্ষুদায় নেত্রবারি পড়বেনা কভু গড়ায়ে।
হিংসা হটায়ে, সাদরে ডাকি আয়--
ঈদের খুশিতে ফুটিয়াছে ফুল, মুক্ত আঙ্গিনায়।
দেখ চাহিয়া দূর সীমানায় ,
আনন্দে নাচিয়া গগনে ডিঙ্গি বায়,
শরতের তুষার অভ্র গুলি।
আয়রে ওরে আনন্দে দুলি।
নামায শেষে করি কোলাকুলি।
আয় সবে,  এই ক্ষীন ভবে,  বিরহ ভুলি।


ওরে আয়রে সকল,
হইবো সফল প্রভুর দ্বারে,
যে জন রহিয়াছে অনাহারে,
সংকোচ ভুলিয়া খুজি তারে।
একাকি  বন্ধ করিয়া গৃহ দূয়ার
কেমনে আনবি খুশির জুয়ার?
আয়রে দুঃখী,  তোরে  পরাবো নহলী,
খোপায় দিবো জুই চামেলী।


এই বিশ্ব তরে নির্জনে তোর বসতি গড়ে
গাইয়োনা গীতি আপন স্বরে।
হেরিয়া প্রীতি,  কেমন করে চারিধার করবি অচেনা?
আয়রে ওরে পুস্প মেলে হাসনাহেনা।
বিবেধ ভোলার এমন  দিনে
আয়রে তোরে বিদিবো চিনে।
অসীম তরফে পন্থ পানে চাহিয়া থাকি,
বিদ্বেশ ভুলিয়া অন্তর খুলিয়া ডাকি,
ছুটে  আই  ওরে ছুটে আই।
ঈদ মানে মিলনের মেলা, বিচ্ছেদের আজ ভিত্তি  নাই ওরে ভিত্তি নাই।