আমি রৌদ্র ক্ষরতাপে তোমার ধৈর্যের পরীক্ষা পাহাড়া দেব ।


তোমার ঘোমটা দেওয়া কপালে পড়ুক আমার চিলতে ঠোঁটের ছোঁয়া ।


তোমার দশবার হাত ধোয়া আঙুলে লেগে থাকুক আমার চিমটি কাঁটার শব্দ ।


আমার ঠোঁট ফেঁটে রক্ত বের হোক তোমার কানের দুলের আঘাতে ।


তোমার ধারালো নাক ফুলের আঘাতে জিহ্বা কেটে রক্ত বের হচ্ছে ।
আর রক্তক্ষরণ দেহটা শীতল করছে।


তোমার নতুন শাড়ির আঁচলের সুতার টানে আমার আঙুল কেটেছে ।
নাম লিখলাম সাদা খামের পাতায় ।


তোমার চুলের খোপার গিট্টুতে পরে থাকতে চায় মন ।
ভালবাসা দিয়ে তো বেঁধে রেখেছো।


তোমার ভাত রান্নার ধোয়ায় মাথার কাপড় হয়ে জড়িয়ে থাকব ।
ভালবাসি শব্দ সেতো তোমার চুড়িতেই শুনতে পাই ।


তোমার বারবার ভালবাসি বলা প্রত্যেক বার প্রেমে পরতে বাধ্য করে ।
আর গান,নূপুরের শব্দেই ভেসে আসে ।


তোমার মুখ দেখা আয়না হতে খুব বেশি মগ্ন আমি।
একবার হলেও তাকাবে তুমি।