বৈশাখ দিলো নতুন ডাক ,
পুরোনো দুঃখ মুছে যাক ,
খুশির পরশে নতুন হরশে ,
ভরে যাক দেহ প্রান ।


বাউল গানের সুরের তালে,
ফুল ভ্রমরের আয়োজনে ,
নতুন বছর আসছে তেড়ে ,
মেঠোপথের হাতটি ধরে ।


শরতের প্রথম প্রহরে দুলে কাশফুল,
ছোট খুকীর কানে দোলে নতুন কানের দুল ।
চৈত্র মেঘের আলোর খুনসুটি ,
মুছে যাক শত পুরোনো দুঃখ আর ক্লান্তি।


চৈত্রের রাতের দিন প্রহরা শেষে ,
সূর্য হাসে নতুন বেশে ,
সূর্যের এমন করতালির আহ্বানে ,
নতুন প্রান খুঁজে পায় নতুন জীবনের মানে ।


বৈশাখের এই ১৪২৫ শে ,
দেশ পরিবার সাজাই সুবাতাসে ,
ভুলে থাকি ঝগড়া সন্দেহ কলহ আর বিভেদ ,
মিশে থাকি স্বদেশ প্রেম বন্ধনে সুবোধ ।