আবার সে আসতে চায়!
মাঝ নদীর নাঁয়ে।
আবার সে উড়তে চায়!
শঙ্খচিলের গাঁয়ে।
আবার সে দৌড়াতে চায়!
কাশফুলের ভিড়ে।
আবার সে নাচতে চায়!
যমুনার তীরে।


আবার সে গাইতে চায়!
ভাটিয়ালি গান।
আবার সে দেখতে চায়!
শীতলক্ষ্যার প্রান।
আবার সে ঘুরতে চায়!
মেঠোপথ ধরে।
আবার সে শুনতে চায়!
যাত্রার রথ পড়ে।


আবার সে নামতে চায়!
খাল চলনবিলে।
আবার সে হাটতে চায়!
ধান পাতার ঘ্রাণে।
আবার সে খেলতে চায়!
ডুগডুগি টমটমে।
আবার সে ঘুমাতে চায়!
ঠাকুমার ঘুমপাড়ানি ঘুমে।


আবার সে পড়তে চায়!
আলিফ বা তা ছা।
আবার সে বাঁচতে চায়!
মায়ের ছবিতে আবছা।
আবার সে আঁকতে চায়!
নদীমাতৃক গ্রাম।
আবার সে পারতে চায়!
পাকা পাকা আম।


আবারো সে শুনতে চায়!
যাত্রাপালার মজার কাহিনী।
আবারও সে উড়াল দিতে চায়!
নতুন ঘুড়ি যেখানে দেয় হাতছানি।
আবারো আরও একবার গাইতে চায়!
জাতীয় সংগীতের গান।
আরও একবার ফিরতে চায়!
শহর থেকে গাঁয়।