একাত্তরের বন্দুক
জ্বালিয়ে দিক আবার বুক ।


একাত্তরের হাতিয়ার
গর্জে উঠুক গর্জে মাথা নোয়াবার ।


কাল বৈশাখী ঝড়ে
কোটা প্রথা যাবে উড়ে ।


গাইছে শালিক দিচ্ছে ডাক
কোটা প্রথা মুছে যাক ।


উড়ছে পাখি গাইছে গান
কোটা বন্ধের আহ্বান ।


৭১ এর যুদ্ধ হবে আরেকবার
কোটা প্রথা করবো সংস্কার ।


চাকরি দে নয়তো গুলি দে
বেকার থেকে মুক্তি দে ।


মেধাবীদের কান্না
মানবো না মানবো না ।


এক দেশ এক মাতা
মানবো নাই বৈষম্যতা ।


ছেড়ে দাও বাবা এখুনি
কোটা প্রথা ছিনিয়ে আনি ।


কোটা প্রথা বাতিল কর
নইলে বুকে গুলি কর ।


কোটা প্রথার জন্য আজি
এক সাথে মরতে রাজি ।