কে বলেছে? এই কোষ্ঠকাঠিন্য ধরণী মধুর নয়!
সেতো বিকল্প বিপরীত পথের যাত্রী।
সেতো বিকলাঙ্গ, তার জীবনতো সর্দিকাশিতে ভরা।
প্রেম হত্যায় হত্যাকারী সে?
১৬২ ধারায় জবানবন্দিতে সে জেল কয়েদী।


কে বলেছে? আমি প্রেমে পরিনি।
আমি তো ভেসেছি প্রেমের স্রোতে।
ডুবে আছি প্রেমের খেয়াজালে।
প্রেমের বৈঠাতো আমার হাতেই।
আমিতো প্রেম খুঁজতে খুঁজতে পদ্মা পাড়ি দিয়েছি।


কে বলেছে? আমি প্রেমে পড়েছি।
হুম, আমি প্রেমে পড়েছি বারবার।
হাজারবার হেঁটেছি প্রেমের অলিগলিতে।
বহুকাল বহুকোষী প্রেমের কবিতা লিখেছি।
বহুদিন ধরে আকড়ে ধরেছি প্রেমের রথ ধরে।


কে বলেছে? আমি প্রেমিক নই।
প্রেমের ঘুণপোকায় গুমরে মরেছি আধার রাতে।
ফাঁদ পাতা জোছনার রঞ্জনরশ্মিতে আঁখি হেসেছে।
কতো রাত জেগেছি চাঁদে মন বেধেছি কতোবার।
কতো স্বপ্ন বেধেছি চিলেকোঠার দরজায়।


আমি বলছি, আমি প্রেমে পড়েছি বারবার।
ওই কালো চুলের দোলনায় আমি উড়েছি কতো!
শুনেছি কতো কথা ডাহুক ডাকে সুরের আমৃত্যু গান।
অপেক্ষায় কতো প্রহর গুনে পাহারা দিলাম শস্যক্ষেত।


হয়তো সে কাছে আসেনি।
ভালোবেসেছি নিরবে শুধু, হয়তো সে জানেও নি।
সারাটা রাত আকাশের তারা গুনেই কাটে।
ভাল থাকুক, আমার রাতের স্বপ্নরা।