প্রচন্ড বিকট এলোপাথাড়ি শব্দের আনাগোনায় ।
হইচই হাহুতাশ কান্নার বালি চাপায়।
ডাক গুঞ্জন টালমাটাল কথার লুকোচুরির ছুতোয় ।
কানাকানি কটূক্তি কথিত ছদ্মবেশের বাহানায় ।
দৃষ্টি দৃষ্টান্ত ধ্যানের ভঙ্গিমায় এখনও অনেকের মাঝে বেঁচে আমি ।
হানাহানির হতাশার হত্যায় অনেকের রূপে রূপান্তরিত দৃষ্টান্ত আমি ।
ওরা কি জানে ?
আমি আত্মহত্যা করিনি ।


কষ্টের কথিত কর্মফলে করুন দশায় দফায় দফায় আমি ডুবন্ত ।
হতাশার হত্যায় হাড়ানো হৃদয়ের হ্রদে আমি ঘুমন্ত ।
চাওয়ার ছোঁয়াচে পরশে পথভষ্ট পথিকের মতো আমি একান্ত ।
পাওয়ার না পাওয়ায় পথচারীর দূর বিচ্ছিন্ন হাঁটায় আমি ক্লান্ত ।
তবুও তথ্যের তথাকথিত বেড়াজালে বন্দি হয়ে আছি এখনও আমি ।
অযাচিত অসত্যের অন্তরালে আতংক হয়ে বেঁচে আছি এখনও আমি ।
ওরা কি জানে ?
আমি আত্মহত্যা করিনি ।


স্বপ্নের সিঁড়ির সারিতে আশ্রিত আগত আগন্তুক হয়ে চেয়েছিলাম তারে ।
রূপার খাতায় মুদ্রিত মুক্তার মূর্চ্ছনায় আলোকিত আলোর প্রতিফলনে এঁকেছিলাম তারে ।
চিরকুটের চর্চায় অক্ষর জ্ঞানের গতির গবেষণার গহীনে রেখেছিলাম তারে ।
মনের মণিকোঠার মুক্তোধারায় ভেবেছিলাম নিরবচ্ছিন্ন তারে ।
ওরা কি জানে ?
আমি আত্মহত্যা করিনি ।


এখনও এমন কল্পনার কথিত কন্ঠে কষ্টে উচ্চারিত হয় তার কন্ঠধ্বনি ।
কপালে কাজলে করুন রোদনে রোদ্দুরে বাঁশিতে বাজে তার কানের দুলখানি ।
পথে প্রান্তরে তেপান্তরে দূরের পথ যাত্রায় এখনও অভিপ্রায় শুনি তার চলা ফেরার শব্দ ।
হিমেল হাওয়ায় হন্যে হয়ে এখনও মতিভ্রমে দেখি তারে এ আদি অব্দ ।
ওরা কি জানে ?
আমি আত্মহত্যা করিনি ।


যখন তার নিজ ইচ্ছেয় ইচ্ছাকৃত ইচ্ছাকে বিয়ে রুপে সমর্পণ ।
ঠিক তখন আমার কলিজায় কঠিন কুষ্ঠরোগে আক্রান্ত বিসর্জন ।
যখন তার স্বাধীন স্চ্ছোয় সঠিক সংবেদনশীল কবুল বলার ধরন ।
ঠিক তখন এ বুক পাঁজর ব্যথায় পিষ্ট রংবেরঙের হৃদয়নালীর রক্ত ক্ষরণ ।
ও কি জানে?
আমি আত্মহত্যা করিনি ।


দেহ শেষের এ নিষ্পেশিত নির্দেশিত নিষ্পত্তির হারে পরাজিত শুধু আমি ।
অশ্রুজ্বলে অশ্রুগ্রন্থিগুলি আধারে আঁকারে স্বপ্ন জ্বলে শুধু ভাসমান তুমি ।
নিজের নির্দেশিত নির্দেশমত আজীবনের সংসারে এখন তুমি অনেক ব্যস্ত ।
শুধু পরাজিত প্রেমের ফ্রেমে রাজবন্দির রোগে রোগাক্রান্তের ভিরে আমি ন্যস্ত ।
তুমি কি জানো ?
আমি আত্মহত্যা করিনি ।


সর্বদাই সর্বাধিক সুপরিকল্পিত সুপথে তোমার যাত্রায় শুভ হোক ।
আনন্দে আল্হাদে আরোপিত আগন্তুক সুখে তোমার জীবন ভরে উঠুক ।
আমি না হয় ব্যস্ত থাকি মদ বিড়ি জুয়ার আসরে ।
কল্পনায় না হয় ভেসে থাকি মাতাল তোমার ছ্যাঁকা দেওয়ার বাসরে ।
তুমি কি জানো ? আমি বেঁচে আছি ।
আমি আত্মহত্যা করিনি ।