আমি মগ্ন মুগ্ধ মমতার মায়ায় মেহনতি মানুষের প্রেমে ।
আমি তৃপ্ত তৃষ্ণার তাড়নায় তুচ্ছ তাচ্ছিল্যের তিরন্দাজের হাত ঘামে ।
আমি খুশি খাঁটি খাতার খামে কলমের সত্য কর্মে।
আমি প্রফুল্ল প্রচন্ড প্রহরীত প্রবহমান ক্ষরতাপে কৃষকের গ্রামে ।


আমি দুর্দিনে দু-মুঠো দৈনিক দিন মজুরের রোজগারে প্রাণবন্ত ।
আমি কুষ্ঠরোগে ক্লান্ত কঠিন কর্মে কুলির আয়ে জাগ্রত ।
আমি রৌদ্রের রাস্তায় রক্তের রক্তিম রিকশা চালকের পেশায় অনাগত ।
আমি ফুলে ফেঁপে ফেটে ফেরিওয়ালার নিরলস উপার্জনে উজ্জীবিত ।


আমি কবির কবিতার কথামালার কাব্যগ্রন্থে শক্ত কথায় খুবই আসক্ত ।
আমি সাহিত্যিকের সাহিত্যের সাহসে সহসাই হতে পারি তার ভক্ত ।
আমি গল্পকারের গোছানো গল্পের গোপনের রহস্যে রপ্ত ।
আমি গীতিকারের গানের গণনায় দাঁড়ালো কথায় গুপ্ত ।


আমি মাঝির মাঝনদীতে মাস্তুলে সাহসী স্বাধীন পতাকার পত পত করা শব্দে অমর।
আমি জেলের জালে জড়ানো সূর্যমুখী ঈর্ষণীয় ইলিশের গন্ধে বিভোর ।
আমি বাউলের বাউন্ডুলে বটগাছের কর্কট দেশাত্মবোধক গানে অনড় ।
আমি যাত্রাপালার যাত্রীর যুদ্ধের অভিনয়ের ছোঁয়াচে রোগের আছড় ।


আমি ১৯৭১'র মুক্তিযোদ্ধা দেখিনি ।
আমি দেখেছি কুলির আয় কতখানি ।
আমি দেখেছি মাঝির পাল তোলা নৌকায় পতাকার ছাউনি ।
আমি দেখেছি গীতিকারের গানের জাগরণী ।


আমি মুক্তিযোদ্ধা দেখছি ।