কে আছিস রে? শোনচিস কি আমার কথা ?
আমি ! আমি লেবু বলছি।
দেশকে রক্ষ করতে হবে।
আবার করতে হবে স্বাধীন।
দেশে আবার যুদ্ধের আবাস পাচ্ছি।
মনে হচেছ চার-পাশে হানাদার বসবাস করছে।


যার যা আছে তাই সাথে নে।
সামনে মহা বিপদ।
জানি! অনেক রক্ত ঝড়বে।
হবে অনেক মুত্যু।
দেখতে পাবো অনেক লাশ।
তবুও যেতে হবে যুদ্ধে।
ছিনিয়ে আনতে হবে স্বাধীনতা।
লক্ক রাখতে হবে অটুট।


এখনই সময়।
নয়তো দেশ বিলীন হবে।
আমরা হারাবো দেশ।
সোনার মুকুট নিয়ে সুখে থাকবে ওরা।
আর, আমাদের মায়েরা কাঁদবে।
না। মেনে নিতে পারি না।
কখনও মেনে নিতে পারবনা।


আমরা লড়বো। আমরা যুদ্ধ করবো।
বিজয় ছিনিয়ে আনবো
নইলে মুখ দেখাতে পারবনা মায়ের কাছে।
সইতে পারবনা এ ব্যথা।


আমাকে যেতেই হবে। আমাদের যেতেই হবে।
না হয় ফিরবনা কোনদিন।
দেখবনা মায়ের মুখ।
তবু,স¦াধীন হয় যদি আমার দেশ।
হয় যদি সবাই স্বাধীন ।
বলব এটাই আমার সুখ।


আমি আর ফিরলাম না ।
বলিস তোরা । মা যেন না কাঁদে।
আমি মরে গেঁছি তাতে কি ?
তোমার হাজার ছেলেরাতো আছে।
দেশতো তবু স্বাধীন।