আমাদের ঢাকা শহর পুরাই ফাকা।
রাস্তাতে গাড়ি আছে পানির নিচে চাকা।
অলিগলি নদীর মতো,খাল আছে শত শত।
পথচারী ডুবে যায়, রাস্তায় ভেসে চলে জুতো।
ডোবা খালে পড়ে গাড়ি, পড়ে পথচারী।
নষ্ট হয় পোশাক জামা, চাকুরীজীবি বউয়ের শাড়ি।
আমাদের ছোট দেশ পানির নিচে গাড়ী।
নৌকা দিয়ে যেতে হয় ফ্লাট বাসায় আর বাড়ী।
নৌকা বাস গাড়ী এখন একসাথে চলে।
ড. ইউনুসের পর নোবেল পাব বিদেশীরা বলে।
এতদিন নগরজীবন পিষ্ট হত ঘামে যানজটে।
এখনতো ভিজে কপাল চাকরিটা না আর জোটে।
বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে থই থই।
বাচ্চারাতো ডুবে যাই বই রাখবে কই।
উথালপাথাল বাসের ঢেউয়ে নৌকা দোকান ডুবে অহরহ।
তবে নির্বাচনে মেয়র বলতো আর এখন নাই কেহ।
এই মৌসুমে এই সময়ে খুরাখরি খুবই চলে।
রাস্তাঘাট এই সময়ে মেরামত হয় সরকারি দল বলে।
ট্রাফিক পুলিশ হাত নামিয়ে দাড়িয়ে থাকে একা।
অনেক সময় কেটে গেলেও পায়না সিএনজি'র দেখা।
ট্রেন চলে নদীর মাঝে মন্ত্রী চলে বিমানে।
খবর হয় খবর পড়ে আশ্বাস চলে টেলিভিশনে।
শত শত টাকা দিয়ে বানাইছে যে রাস্তা।
সেই রাস্তার বেদখলে আজ এই অবস্থা।
নিউজ মিডিয়া মারফত জানতে পারলাম এইমাত্র।
ঢাকা শহর নাকি হবে কক্সবাজার সমুদ্র সৈকত।
এই নিউজ শোনার পর ফুর্তি কত মনে।
এবার আমি যাবই যাব কক্সবাজার সৈকত ভ্রমণে।