আমি প্রেমে পরেছিলাম সেদিনই।
যেদিন বুকের ভিতরটা থর থর করে কাঁপছিল।
নিশ্বাস নিতে প্রবল আশ্বাসের প্রয়োজন হচ্ছিল।
দৃঢ় ভাবে দাড়িয়ে গতিবেগের গতিবিধিও নিয়ম ভাংছিল।
ঘুরপাক ঘূর্নায়মান শরীরটা বারংবার হাঁপাচ্ছিল।


আমি ডুবে ছিলাম সেদিনই।
যেদিন প্রথম তোমার চাহনি পরেছিল আমার চোখে।
তখনই খুব সুখের আবেগ ভেসেছিলো আমার চোখেমুখে।
আমি সেদিন রাজা ছিলাম স্বর্গের ওই সুখে।
শান্ত সুষ্ঠু স্বভাবে আদর করেছিলাম তেমাকে।


আমি অনুভব করেছিলাম সেদিনই।
যেদিন প্রথম তোমার স্পর্শে আমি শান্তিতে বিভোর ছিলাম।
প্রথম যখন তোমার পাশে ঘুমিয়ে ছিলাম।
প্রথম যখন তোমার শব্দে খুবই ভোরে উঠেছিলাম।
আর তোমাকে খুবই আদরে ডাকছিলাম।


আমি সেজেছিলাম সেদিনই।
যেদিন প্রথম তুমি এসেছিলে আমার ছোট্ট ঘরে।
রাঙিয়ে ছিলে আমার ঘর শত আদরে।
মাতিয়ে তুলেছিলে সকাল সন্ধ্যা দুপুরে।
ভাসিয়ে ছিলে আদরের চাদরে।


আমি আজও মত্ত আমার বড় মেয়ের জন্মের দিনের স্মরণে।
আমি আজও দৃপ্ত তার আব্বু আব্বু ডাকার কারণে।
আমি আজও বিত্ত তার বারবার না বলার ধরনে।
আমি আজও তৃপ্ত তার ছুটে বেড়ানো হাসির ছলে।