মা,
তোমার ছায়াতলে ছোটবেলা কেটেছে।
আমার অশ্রু জলে তোমার আঁচল ভিজেছে।
তোমার খুব আদরে কপালে কালো টিপ পড়েছে।
আমার জ্বালাতনে তোমার বারবার হাত পুড়েছে।


মা,
তোমার চাঁদমুখটা মলিন হতো আড়াল হলে আমি।
বাবা আমায় বকলে অঝোরে কাঁদতে তুমি।
ভুলিনি আমি, ছিলাম তোমার জীবনের দামী।
তোমার ত্যাগ তিতিক্ষায় আজ এপর্যায়ে আমি।